নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল। সেই ক্ষত এখনো মনে রেখেছেন ক্রেইগ ব্রাথওয়েটরা। তাই এবার বাংলাদেশি স্পিনারদের সামলানোর জন্য বিশেষ পরিকল্পনা আঁটছেন তারা।
সেই সিরিজের সব ভুল খতিয়ে দেখে সাকিব-তাইজুলদের মোকাবেলায় বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন এই সিরিজে উইন্ডিজের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।
তিনি বলেন,”আন্তর্জাতিক ক্রিকেটে চ্যালেঞ্জ জিততে হলে আপনাকে পথ খুঁজে নিতে হবে। স্পিনাররা আগেরবার অনেক ভালো করেছিল। আমরা খতিয়ে দেখিছি, আমরা কোথায় আরও ভালো করতে পারতাম। আমাদের সেগুলো বাস্তবায়ন করতে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, নিজেদের প্রস্তুতিতে বিশ্বাস রাখতে হবে।’’
ব্রাথওয়েট আরও বলেন,”গত সিরিজের সবকিছু আমরা দেখেছি এবং খুঁজে বের করেছি কোন কোন জায়গায় উন্নতি করতে হবে। আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে সেসব কাটিয়ে ওঠার জন্য। এই চ্যালেঞ্জ নিতে আমরা মুখিয়ে আছি।’’
অধিনায়কত্ব কতটা উপভোগ করেন তাও জানিয়েছেন ব্রাথওয়েট। টেস্ট সিরিজ শুরুর আগে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের সাথেও আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।
ব্রাথওয়েটের ভাষায়,’‘আমি সবসময়ই অধিনায়কত্বের চ্যালেঞ্জ নিতে উপভোগ করি। এটা খুব সহজ নয়। অবশ্যই টেস্ট সিরিজ শুরুর আগে আমি জেসনের (হোল্ডার) সাথে কথা বলব। আমি শুধু নিজের পরিকল্পনা নিয়ে থাকতে চাই। আর বেশি কিছু নিয়ে আমি ভাবতে চাই না। আমি জানি আমার কী পরিকল্পনা। প্রথমে ঈশ্বরকে রাখুন এবং তারপর নিজের ওপরে বিশ্বাস রেখে এগিয়ে যান।’’
তিনি আরও যোগ করেন,’‘দলকে নেতৃত্ব দেওয়ার সময় আপনি অবশ্যই জিততে হবে। অধিনায়ক ও ব্যাট হাতে, দুই ভূমিকায় পালন করতে হবে। জয় পেলে সেটা হবে দারুণ। আমাদের ঘণ্টা ধরে ধরে খেলতে হবে, একবারে খুব বেশি চিন্তা করা যাবে না। যখন আমরা ধাপে ধাপে এগোয় তাহলে ফলাফলও আমাদের পক্ষে আসবে।