নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত ও বাংলাদেশের মধ্যকার ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামীকাল।সিরিজের প্রথম ম্যাচকে সামনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখামুখি হয়ে কোহলীর কন্ঠে বাংলাদেশকে সমীহ করার একরাশ বক্তব্য।
নিজেদের কন্ডিশনে সাদা পোশাকে ভারত বরাবরই অপ্রতিরোধ্য।বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের পাশাপাশি ভয়ঙ্কর সব বোলার ও ফিল্ডারদের নিয়ে যে কোন সফরকারী দলকে নাকানিচোবানি খাওয়াতে বেশ পটু এই দলটি।আর বিরাট কোহলীর মতো বিশ্বসেরা ব্যাটসম্যানের পক্ষেই একাই সম্ভব ম্যাচের ব্যবধান গড়ে দিতে।শক্তির বিচারে ভারতীয় দল এগিয়ে থাকলেও
বাংলাদেশকে কোনভাবে হাল্কা করে দেখতে চাইছেন না ভারতীয় দলপতি।কোহলী মনে করেন বাংলাদেশ তাদের সামর্থ্য অনুযায়ী মাঠে পারফর্ম করলে ম্যাচের ফলাফল বের করে আনা অনেক কঠিন হয়ে যাবে ভারতের জন্য।
সিরিজের প্রথম টেস্ট ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখামুখি হয়ে বাংলাদেশকে সম্মান করে কোহলী বলেন, বাংলাদেশও উপমহাদেশের দল, আর তাই এই কন্ডিশনে তাদের খেলার ভাল অভিজ্ঞতা রয়েছে।ওরা খুব ভালভাবে জানে এই কন্ডিশনে তাদের কি করতে হবে।ম্যাচ জিততে হলে আমাদের সেরা খেলাটা আমাদের মাঠে খেলতে হবে।বাংলাদেশ এখন এমন একটি দল, এদের ছোট করে দেখার কোন সুযোগ নেই।তাই জিততে হলে আমাদের সামর্থ্যানুযায়ী সেরাটুকু দিতে হবে মাঠে