বাংলাদেশকে হারিয়ে আবারো বিশ্বরেকর্ড আফগানিস্তানের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজেদের পুরনো রেকর্ডকে ভেঙ্গে আবারো নতুন বিশ্বরেকর্ড আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল
স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে টি-টুয়েন্টি ফরম্যাটে
টানা সর্বাধিক ১২ টি জয় তুলে নিয়েছে আফগানরা।
ক্রিকেটের ছোট সংস্করণে বরাবরেই অপ্রতিরোধ্য আফগানরা, এর আগেও টানা ১১ ম্যাচ জিতে এই রেকর্ডের একক মালিক ছিল তারা।

টি-টুয়েন্টি ফরম্যাটের এই রেকর্ড পাতায় প্রথম ও দ্বিতীয় অবস্থানটি আফগানদের, এই তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে এশিয়ার আরেক পরাশক্তি পাকিস্তান,তাদের ঝুলিতে আছে টানা ৮ জয়।
এছাড়া তালিকার ৪র্থ স্থানে যৌথভাবে অবস্থান করছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড।এদের উভয়ের ঝুলিতে আছে টানা ৮ টি-টুয়েন্টি জয়ের রেকর্ড।

উল্লেখ্য,টি-টুয়েন্টি বরাবরের মতো ধুকতে থাকা বাংলাদেশের জায়গাটা এই তালিকায় তলানির দিকেই।
ক্রিকেটের এই সংস্করণে টাইগারদের সফলতা বলতে টানা ৩ ম্যাচ জয় আয়ারল্যান্ডের বিপক্ষে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »