নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান বিশ্বে টি-২০ ক্রিকেটে আফগানিস্তান নিঃসন্দেহে নতুন এক পরাশক্তির নাম যার প্রমাণ তারা বরাবরই রেখে আসতেছে। টেস্ট ও ওয়ানডেতে তারা খুব একটা সফল না হলেও টি-২০ তে তারা সবসময়ের জন্যই ভয়ানক। বাংলাদেশ,ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মত দলকে পিছনে ফেলে তাদের অবস্থান এখন সাতে। আফগানিস্তান দলটা টি-২০ তে কতটা শক্তিশালী সেটা তাদের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়। টি-২০ এর স্ট্যাট্যাস পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭২ ম্যাচ খেলে যেখানে তাদপর জয় ৫০ টিতে আর পরাজয় ২২ টিতে। গতকাল জিম্বাবুয়েকে হারানোর মধ্য দিয়ে টি-২০ ক্রিকেটে নিজেদের ৫০ তম জয় তুলে নেয় আফগানরা। বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আজ বাংলাদেশের সাথে ম্যাচকে সামনে রেখে নতুন এক মাইলফলকের সামনে আফগানিস্তান দল। নিজেদের করা একটানা ১১ ম্যাচ জয়ের রেকর্ডটা ভাংতে যাচ্ছে নিজেরাই বাকিটা এখন শুধু অপেক্ষার। গতকাল আফগানিস্তানকে হারানোর মাধ্যমে নিজেদের করা টানা ১১ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন নিজেরাই।
২০১৬-২০১৭ বছরে নিজেরাই করেছিলেন টানা ১১ম্যাচ জয়ের রেকর্ড এবার সেটাকেও ছাড়িয়ে যাবার পালা। আজ বাংলাদেশকে হারাতে পারলেই নিজেদের টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙ্গে গড়বেন টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড। ইতিমধ্যে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড করলেন ২ বার আর এর আগে টানা ৫ ম্যাচ জয়ের রেকর্ডও আছে নিজেদের দখলে। যেখানে বাংলাদেশের টানা টি-২০ জয়ের রেকর্ড মাত্র ৩ ম্যাচ জয়ের সেটা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০১২ সালে । আফগানরা টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড ২ বার করলেও আর কারও অবশ্য নেই ১০ ম্যাচ জয়ের রেকর্ডও অবশ্য পাকিস্তানের আছে ৯ ম্যাচ জয়ের রেকর্ড। এছাড়া পাকিস্তান এর আগে ৯,৮,৭,৬ ও ৫ ম্যাচ জয়ের করেছেন। এছাড়া ইংল্যান্ড ও আয়ারল্যান্ড গড়েছেন টানা ৮ ম্যাচ করে জয়ের রেকর্ড।