নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচে রাজকোটে আগামীকাল(বৃহস্পতিবার) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।ভারত-বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০টায়।
এদিকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১ম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ।টস জিতে ফিল্ডিংয়ে নেমে বিপ্লব,আফিফের বোলিং তান্ডবে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় ভারত।জবাবে ব্যাটিংয়ে নেমে মুশফিকের অসাধারণ ব্যাটিংয়ে ৭ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।
তবে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামটি ব্যাটিং বান্ধন উইকেট। যেখানে ব্যাটসম্যানরা সুবিধা পাবে।ব্যাটিং বান্ধবে লোলুপ দৃষ্টি ভারতের।এরকম উইকেটে দ্বিতীয় ম্যাচে অন্য রকম ভারতকে দেখা যাবে, বললেন রোহিত শর্মা।
ম্যাচের আগের দিন বুধবার(৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘পিচ দেখে ভালোই মনে হচ্ছে। ব্যাটিংয়ের জন্য রাজকোট সবসময়ই ভালো পিচ। বোলারদেরও কিছু সুবিধা দেয়। আশা করছি দিল্লীর চেয়ে ভালো হবে। আমরা শট খেলতে পছন্দ করি। দিল্লীর পিচ এই ফরম্যাটের জন্য আদর্শ ছিল না, বড় শট খেলা কঠিন ছিল। পিচ দিল্লীর চেয়ে ভিন্ন হলে কাল ভিন্ন এক ভারত দলকেই দেখতে পারবেন।’
উইকেটের উপর নির্ভর করবে একাদশ।ব্যাটিংয়ে পরিবর্তন আসছে না, বোলিংয়ে আসতে পারে পরিবর্তন সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত রোহিত শর্মার।
এই নিয়ে তিনি বলেন, ‘আগে কী হয়েছে এ নিয়ে ভাবছি না। গত ম্যাচের পিচ অনুযায়ী টিম কম্বিনেশন ভালো ছিল। আজ আবার পিচ দেখে বোলিং লাইনআপ নিয়ে ভাববো। ব্যাটিং অর্ডার ঠিকাছে, পরিবর্তনের প্রয়োজন নেই। অন্য ফরম্যাটে আমাদের দল অনেকটা নির্দিষ্ট হলেও টি-টোয়েন্টিতে অনেক পরীক্ষানিরীক্ষা হয়। এখানে খেলে তরুণরা বাকি দুই ফরম্যাটের জন্য প্রস্তুত হয়। তবে আমাদের ম্যাচ জিততে হবে, এটাই প্রথম চাওয়া।’