নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইমার্জিং এশিয়া কাপে আজ ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দু দলেরই এটি দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচে উভয় দলই জয় লাভ করে। বাংলাদেশ ৯ উইকেটে হারায় হংকং’কে আর ভারত ৭ উইকেটে হারায় নেপাল’কে। ভারতের বিপক্ষে আজ বিকেএসপিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। দলীয় ১৯ রানে শাহরাত (১২) ফিরে যান হাসান মাহমুদের বলে। তারদের দ্বিতীয় উইকেটটি নেয় বাংলাদেশের প্রথম ম্যাচ জয়ের নায়ক সৌম্য সরকার। তিনি সানবির সিং’কে ব্যক্তিগত ২৬ রানে ফেরান। তবে সে ধাক্কা সামলে নেন আরমান, খেলেন বিধ্বংসী ইনিংস।
৯৮ বলে ৮ চারে ও ৩ ছয়ে ১০৫ রানের ইনিংস খেলেন। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন গুপ্তা। ফলে ভারত ৫০ ওভারে অলআউট হয়ে ২৪৬ রান সংগ্রহ করে। তাদের সর্বোচ্চ চারটি উইকেট নেন সুমন খান। তাছাড়া দুটি করে উইকেট নেন সৌম্য সরকার ও তানভীর ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ভারত- ২৪৬/১০ (৫০)।