নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এটি চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দু দলের দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানিস্তান।
ম্যাচের শুরুতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো আফগানিস্তান। ম্যাচের শুরুর বল এ আউট হন ওপেনার রহমতউল্লাহ গুরবাজ। ইনিংসের প্রথম বলে ডাক মেরে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান গুরবাজ। এরপর দলীয় ১০ রানে দলীয় ২য় উইকেটের পতন হয়। আউট হন আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাই। জামাইকে আউট করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের বলে লিটনকে ক্যাঁচ তুলে দেন জাজাই। জানাই করেন মাত্র ১ রান। ৩য় ওভারের শেষ বলে আবারো আঘাত হানেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার বল বুঝতে না পেরে নাজিব তারাকাই ক্যাঁচ তুলে দেন সাব্বির রহমানের হাতে। ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান নাজিব তারাকাই। পাওয়ার প্লের শেষ ওভারে এসে আউট হন আরেক হার্ডহিটার ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান। নাজিবুল্লাহকে আউট করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের বলে সৌম্য সরকারের ক্যাচে আউট হন নাজিবুল্লাহ জাদরান। নাজিবুল্রাহ জাদরান করেন মাত্র ৫ রান। এরপর ৭৯ রানের বড় জুটি বাঁধেন আফগানিস্তানের দুই সিনিয়র ক্রিকেটার আজগর আফগান ও মোহাম্মদ নবী। মোহাম্মদ নবী টিকে থাকলেও আজগর আফগান ৩৯ বলে ৩৭ রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে ও সাব্বিরের ক্র্যাচে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ১১৯ রানে আফগানদের ৫ম উইকেটের পতন হবার পর আর ২ রান যোগ করতেই ১২১ রানে ৬ষ্ঠ উইকেটের পতন হয়। গুলবাদিন নাইবা আউট হন কোনো রান না করেই। আর মোহাম্মদ সাইফুদ্দিন ৪টি উইকেট তুলে নেন। যা তার টি-২০ ক্যারিয়ারের সেরা। তবে মোহাম্মদ নবী তাঁর বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন। মোহাম্মদ নবী শেষ পর্যন্ত ৫২ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার ও ৭টি ছক্কা মারেন। নবীর সাথে করিম জানাত ৫ রান করে অপরাজিত থাকেন। আফগানিস্তান তাদের সংগ্রহ দাঁড় করায় ৬ উইকেটের বিনিময়ে ১৬৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৬৩/৬ ( ২০ ওভারে )
মোহাম্মদ নবী- ৮৫ ( ৫৪ )*, আজগর আফগান- ৩৯ ( ৩৭ ) , নাজিব তারাকাই- ১১ ( ১৩ )
মোহাম্মদ সাইফুদ্দিন- ৪/৩৩
সাকিব আল হাসান- ২/১৮
অতিরিক্ত- ১৮ রান ( ওয়াইড- ৬, বাই- ৮, লেগ বাই- ২, নো বল- ২ )