নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নাম রহমানউল্লাহ গুরবাজ, বয়স এখনো আঠারো হয় নি। আফগানদের হয়ে অভিষেক ম্যাচেই খেলেছেন ঝড়ো ২৪ বলে ৪৩ রানের ইনিংস। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় দুশো রানের পুঁজির ভিত্তিটা তিনিই গড়ে দিয়েছিলেন। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে জানালেন, বাংলাদেশকে নিয়ে ভাবছেন না তিনি। টাইগারদের নিয়ে বিশেষ কোন ভাবনা নেই তার দলের। তবে প্রশংসা করতে ভুলেন নি আফিফের।
ট্রাইনেশন সিরিজটা আফগানরা শুরু করেছে জয় দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে গতকাল জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে রশিদ খানের দল।
টস হেরে ব্যাট করতে নামলে আফগানিস্তান পাওয়ার প্লের ৬ ওভারে তোলে ৫৮ রান। আর এর পেছনে মূল কাজটা করেন অভিষিক্ত আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। শুরু থেকেই আক্রমণানত্মক ভঙ্গিমায় ব্যাট চালাতে শুরু করেন তিনি। কিন্তু তার বিদায়ের পরে বিপর্যয়ে পরে আফগানরা। কিন্তু শেষের দিকে জাদরান–নবি ঝড়ে দিশেহারা হয়ে পরে জিম্বাবুয়ের বোলাররা। এই দুজন মিলে মাত্র ৪০ বলে ১০৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। ১৩.২ ওভারে ৪ উইকেটে ৯০ থেকে নির্ধারিত ২০ ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১৯৭ রান।
কাগজ আর কলমের হিসেবে বাংলাদেশ থেকে এগিয়ে আফগানরা। টি২০ ফরম্যাটের সর্বশেষ তিন দেখায় ৩টিতেই জয় আফগানিস্তানের। তবে নিজেদের মাঠ এবং নিজেদের দিনে কি করার ক্ষমতা আছে বাংলাদেশের সেটা আফগানিস্তান জানে ভাল করেই। আজকের ম্যাচ প্রসঙ্গে রহমানউল্লাহ গুরবাজ বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমরা ভাবছি না। আর আমি প্রতিপক্ষের নাম দেখে খেলি না। খেলাটা উপভোগ করি খুব, দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা ও দেশের জন্য খেলতে পারাতেই আনন্দ।’
আফগানরা এই ম্যাচের আগে আছে ফুরফুরে মেজাজে। সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে বিশাল ব্যবধানে। ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে আফগানরা আছে বাংলাদেশের চেয়ে এগিয়ে। দেখা যাক শেষ পর্যন্ত মাঠের ক্রিকেটে ফলাফলটা কার দিকে আসে।