বাংলাদেশকে দিবারাত্রির টেস্ট খেলতে প্রস্তাব দিলো পাকিস্তান  

এ কে শাহেদ »

এ মাসে নেই বাংলাদেশ জাতীয় দলের কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নেই। তবে এ মাসে অর্থাৎ ডিসেম্বরের ১১ তারিখ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে। বিপিএল শেষেই পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। আগামী মাসে (জানুয়ারি) দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের।

দুটি টেস্ট ম্যাচের একটি দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান চাচ্ছে। সফরে করাচিতে বাংলাদেশকে একটি দিবা রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।তবে পাকিস্তান সফর নিয়ে এখনো বিসিবি নিশ্চিত করে কিছু বলেনি। ক্রিকেটারদের দিকেই চেয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতিমধ্যে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তান সফর করেছে। তবে কোনো সবুজ সংক্ষেত মিলেনি। তবে আরেক দফা নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তান সফর করার কথা রয়েছে। কেননা কিছু দিন আগে বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান নিরাপত্তা দলের ওপর ভিত্তি করে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। তবে ইতিমধ্যে বিসিবি মুশফিক তামিম রিয়াদ’দের সাথে বৈঠক করেছে। তবে সেখানেও সফর নিশ্চিত হয়নি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গত নভেম্বর ভারতের সাথে দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অর্থাৎ কলকাতার ম্যাচটি গোলাপি বলে প্রথম বারের মতো দিবারাত্রির টেস্ট খেলে বাংলাদেশ ও ভারত। তবে পাকিস্তান সফর নিশ্চিত হলে বুঝা যাবে দিবারাত্রির টেস্ট ম্যাচ হবে কিনা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »