https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে বাংলাদেশের সাথে খেলতে নেমে উইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে গড়ে ৩২১ রানের পাহাড়। সাকিব আর লিটনের জুটিতে বাংলাদেশ দল রেকর্ড গড়েই টুর্নামেন্টে পায় নিজেদের দ্বিতীয় জয়ের দেখা।
অন্যদিকে বাংলাদেশের সমান পাঁচ ম্যাচ খেলে ক্যারিবিয়ানরা জয় পেয়েছে ১ ম্যাচে। তাই সেমি ফাইনালের পথে যেতে হলে উইন্ডিজের হারা যাবে না একটি ম্যাচও সাথে রান রেটের হিসেব তো রয়েছেই। তাই এমন অবস্থায় কিছুটা চাপে রয়েছে উইন্ডিজ সেটা বলাই যায়।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারের পর দলটির সহকারী কোচ রডি এস্টিক কোনো প্রকার অজুহাত দিতে চান না। সাথে টাইগারদের কৃতিত্ব দেয়ার কথাও বলেন তিনি। রডির ভাষ্য, ‘আমরা যদি বাংলাদেশের বিপক্ষে স্পিন অ্যাটাক নিয়ে খেলতাম তাহলে সবাই বলতো নিজেদের শক্তির দিকে জোর দেয়া প্রয়োজন ছিল। বাংলাদেশ দলকে কৃতিত্ব দিন। তারা বেশ ভালো খেলেছে এবং উন্নতিও করেছে। শেষ পাঁচবারের দেখায় তারা আমাদেরকে প্রতিবারই হারিয়ে দিয়েছে। এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে চাই আমরা। এখনও আমরা ছিটকে পড়িনি। লড়াই করার সুযোগ রয়েছে।’