বাংলাদেশকে এগিয়ে রাখছে সিনিয়ররা: মরগান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে ফেভারিটের তালিকায় সবার উপরে রয়েছে ইংল্যান্ড। একে তো স্বাগতিক আবার গত কয়েক বছরের পারফরম্যান্সের ধার এতটাই ছিল যে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে প্রথম স্থানে রয়েছে তারা।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের সিনিয়রদের পারফরম্যান্স বিচার করে সংবাদ সম্মেলনে মরগান জানান, ‘বাংলাদেশ এখানে এমন একটি দল নিয়ে এসেছে যে দলের ক্রিকেটাররা অনেক ম্যাচ খেলেছে। তাদের দলের সিনিয়রররা আমাদের দলের সিনিয়রদের চেয়েও বেশি ম্যাচ খেলেছে। তাই তারা অনেক অভিজ্ঞ।’

পাকিস্তানের বিপক্ষে খুব কাছে গিয়ে ম্যাচ হারাতে কোনো চাপ অনুভব করছে না বলেও জানান মরগান। ‘আমরা কোনো চাপ নিচ্ছি না। পরাজিত ম্যাচগুলো নিয়ে কথা বলছি সবাই কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। একটা ম্যাচ আমরা হেরেছি। জেতার মত খেলতে পারিনি। তবে আমরা প্রায় ৩৫০ রান করে ফেলেছিলাম। আমাদের দুইজন ব্যাটসম্যান সেঞ্চুরিও পেয়েছে।’

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের জয় প্রাপ্য ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘২০০৫ সালে অস্ট্রেলিয়াকে এই মাঠে হারানোর পর থেকেই একটু একটু করে ভালো খেলছিল বাংলাদেশ। ২০১৫ সালের বিশ্বকাপে আমরা তাদের কাছে হেরে গেছি। ওই দিন জয়টা তাদের প্রাপ্য ছিল।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »