বাঁচা-মরার লড়াইয়ে আজ মাঠে নামছে যুবারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তিন ম্যাচের সবকয়টি জিতে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। তাদের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলই। কিন্তু তবুও এটা বাঁচা-মরার লড়াই। কেননা হারলেই যে আসর থেকে বিদায় নিতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। সেন্ট কিটসে গ্রুপে আজ নিজেদের শেষ ম্যাচে সন্ধ্যা ৭টায় সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি রাকিবুল হাসানের দল।

গ্রুপের মধ্যে কানাডার বিদায় নিশ্চিত হয়ে গেছে। দুই ম্যাচে একটি করে হার ও জয় নিয়ে সমান দুই পয়েন্ট বাংলাদেশ ও আরব আমিরাতের। রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুইয়ে আছে যুবা টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে বড় হার দিয়ে আসর শুরু করলেও কানাডাকে ৮ উইকেটে হারিয়ে ফিরেছে জয়ের রাস্তায়। আজ শেষ ম্যাচে জয়ের জন্য সতীর্থদের ফিল্ডিংয়ে উন্নতি করার তাগিদ দিলেন অধিনায়ক রাকিবুল। কানাডাকে হারানোর পর তিনি বলেন, ‘শেষ ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো ফিল্ডিংয়ে আমাদের উন্নতি করতে হবে। জিততে হলে আমাদের ভালো ফিল্ডিং করতে হবে পাশাপাশি বাকিগুলোও ঠিক রাখতে হবে।’

দ্বিতীয় ম্যাচে কানাডাকে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। চারটি করে উইকেট নেন রিপন মন্ডল ও মেহরব হোসেন। দলের বোলিং নিয়ে সন্তুষ্ট রাকিবুল বলেন, ‘বোলাররা ভালো করেছে, যা আমাদের জন্য ভালো দিক। ক্যাম্পের শুরু থেকেই আমরা খুবই ভালো বোলিং ইউনিট। তাই এনিয়ে আমরা খুশি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »