নিউজ ডেস্ক »
নারায়ণগঞ্জের ছেলে কাজী সাফফাত হোসেন শাওন, বয়স কেবল ২২। মনে প্রাণে ধারণ করেছেন ক্রিকেটকে। পেশায় আম্পায়ার। কিন্তু এই বয়সেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়তে হচ্ছে তরুণ এই আম্পায়ারকে। ক্লোন ক্যান্সারে আক্রান্ত কাজী সাফফাত হোসেন শাওনের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২০ লক্ষ টাকা। এই বয়সের একটা টগবগে তরুণ, তার উপর পরিবারে আর্থিকভাবে মোটেও নেই স্বচ্ছলতা।
রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালের বেডে পড়ে কাতরাচ্ছেন শাওন। স্বপ্নবাজ এই শাওন বাঁচতে চায়। কিন্তু কে দাঁড়াবে পাশে? কে যোগাবে সাহস? কে হবে শেষ ভরসা?
সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে তাকে সাহায্যের আবেদন এলেও তেমনভাবে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। কেউ পাশে দাঁড়াবার আশ্বাসও পর্যন্ত দেয়নি। আর এই সাহায্যের অভাবে ধুকে ধুকে অস্বস্তিকর আর যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে হাস্যোজ্জল ক্রীড়াঙ্গনের উজ্জল এই নক্ষত্র।
এদিকে সব হারিয়ে বসা শাওনের পরিবারের একমাত্র সম্বল শাওনকে বাঁচাতে, শাওনের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানকেই মনে করছেন শেষ ভরসা।
মানবতার প্রতিচ্ছবি সেলিম ওসমান এর আগেও শাওনের মত বেশ কিছু মানুষকে নতুন জীবন দান করেছেন। এবার শাওনের ক্ষেত্রেও তার সেই মহানুভবতা বজায় থাকবে বলে আশা করছেন পুরো নারায়ণগঞ্জবাসী।