https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-২০তে সাকিব-মালিঙ্গাদের মত সব নামী ক্রিকেটারদের ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার কলিন অ্যাকারম্যান।
টি-২০ ক্রিকেটে এতদিন এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ডটি ছিল সুরিল আপ্পিয়াহর। এক ম্যাচে মাত্র ৫ রানের বিনিময়ে সুরিল গড়েন টি-২০ ক্রিকেটে বোলার হিসেবে সর্বোচ্চ উইকেটের বোলিং ফিগার। এদিকে এই রেকর্ড ভেঙে দিয়ে এক ম্যাচে ১৮ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়ে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারি এখন অ্যাকারম্যান।
কাউন্টি ক্রিকেটের টি-২০ ম্যাচে ওয়ারউকশায়ারের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে মাঠে নামেন অ্যাকারম্যান। লেস্টারশায়ারের এই অধিনায়ক ইনিংসে নিজের কোটার চার ওভার বল করে মাত্র ১৮ রান খরচায় একে একে ৭টি উইকেট নেন নিজের পকেটে।
অ্যাকারম্যানের এই বিধ্বংসী বোলিংয়ের কারণে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে থাকা সাকিব নেমে গেছেন তিনে। অন্যদিকে লঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গাকেও চারে নামিয়ে দিয়েছেন অখ্যাত এই ক্রিকেটার।