নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ১ম কোয়ালিফায়ারে আজ (৭ অক্টোবর) পয়েন্টস টেবিলের ১ নম্বরে থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে সাকিবের বার্বাডোস ট্রাইডেন্টস, যা গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
গায়ানা অ্যামাজন টস জিতে বোলিংয়ে পাঠায় সাকিবের বার্বাডোসকে। আর এতেই দেখা গেলো যেন আলোহীন এক সাকিবের। ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ের সাথে সাথে উইকেটও পাচ্ছিলেন সাকিব। তবে হঠাৎ করেই যেনো খেয় হারিয়ে ফেললেন সাকিব। নির্ধারিত ৪ ওভার করে ৪৬ রান দিয়ে, উইকেট শূন্য সাকিব। এতে বুঝাই যাচ্ছে, এই ইনিংসটা সাকিবের ছিলোই না।
অবশ্য সাকিব তার নিজের করা প্রথম ৩ ওভার পর্যন্ত নিয়ন্ত্রিত বোলিং চালিয়ে গিয়েছিলো। শেষ ওভারে এসেই যেনো শোয়াইব মালিকের কাছে ছন্নছাড়া এক সাকিবের দেখা মিললো। শেষ ওভারে বল করতে এসে, শোয়াইব মালিকের কাছে ২৯ রানের খরুচে হওয়ার তিক্ত এক স্বাদ গ্রহণ করতে হলো সাকিবকে।
এবারের সিপিএলে সাকিব নিজের বাজে বোলিং ফিগারটি দেখে ফেললেন, এ কোয়ালিফায়ার ম্যাচের মাধ্যমে। ৪ ওভার বল করে ৪৬ রান খরচায় উইকেট শূন্য থেকেছেন তিনি।