বল পলিশের বিকল্প পদ্ধতি আবিষ্কার করেছে কোকাবুরা

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বল পলিশের সময় মুখের লালা বা ঘাম ব্যাবহারে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে থুথু ব্যাতিত বলের পলিশ সম্ভব নয় বলেও জানিয়েছেন বিশ্লেষকরা। তবে এবার লালার বিকল্প পদ্ধতি আবিষ্কার করেছে অস্ট্রেলিয়ান খেলাধুলা সামগ্রী তৈরি প্রতিষ্ঠান কোকাবুরা।

ক্রিকেট বলে লালা দিয়ে পলিশ করে বলের সুইং বাড়ানো পুরোনো ঐতিহ্য। এর ব্যাবহার বন্ধ হলে পেসারদের অসুবিধায় পরতে হবে বেশ। উল্টো দিকে ব্যাটসম্যানরা টাবে আরও সাচ্ছন্দ্য। চিরাচরিত ভারসাম্য পূর্ণ ক্রিকেটে কিছুটা অধিপত্য বেড়ে যাবে ব্যাটসম্যানদের। এর থেকে পরিত্রাণ পেতেই নতুন এই উদ্ভাবন করেন কোকাবুরা। এটি একধরনের স্পঞ্জ বিশেষ। যার দ্বারা বলকে লালার মতোই পলিশ করা যাবে বলে দাবী করেছেন প্রতিষ্ঠানটি।

কুকাবুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্রেট এলিয়ট তাদের নতুন উদ্ভাবন সম্পর্কে বলেছেন, ‘যেহেতু ক্রিকেটে লালা বা ঘামের ব্যবহারে নিষেধাজ্ঞার কথা ভাবা হচ্ছে, আমরা মনে করি আমাদের এই ওয়াক্স এপ্লিকেটর একটা সমাধান হতে পারে। এটি এখনই ব্যবহারের জন্য প্রস্তুত।’

তবে মোটামুটি প্রস্তুতি সম্পন্ন করা হলেও এখনই বাজারজাত করার কথা ভাবছেনা প্রতিষ্ঠানটি। আইসিসির পূর্ণ নির্দেশনা পাওয়ার পরই এই এপ্লিকেটরটি বাজারজাত করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ৩:১৫ পিএম

নিউজক্রিকেট/কেএমএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »