https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ক্রিকেট বিশ্বে জঘন্যতম অপরাধের মধ্যে একটি হল বল টেম্পারিং করা। বলের আকৃতি পরিবর্তনের লক্ষ্যে বলের মধ্যে কোনো বস্তুর ঘষা বা কোনো কিছু ব্যবহার করে বলের গ্রিপ পরিবর্তন করার চেষ্টা করা বিশাল অন্যায়ের চোখেই দেখা হয়। গত বছর কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটের বল টেম্পারিং ইস্যু যেন গোটা ক্রিকেটেই কালো ছায়া ফেলেছিল।
এ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তিন অজি ক্রিকেটারই পুনরায় দলে ফিরেছেন। তবে এবার ডেভিড ওয়ার্নারকে নিয়ে বল টেম্পারিং ইস্যুতে বোমা ফাটালেন ইংল্যান্ডের নাইট হুড উপাধি পাওয়া সাবেক ক্রিকেটার অ্যালিস্টার কুক।
গত ৫ সেপ্টেম্বর প্রকাশিত হয় কুকের আত্মজীবনীমূলক বই ‘দ্য অটোবায়োগ্রাফি’। বইটিতে তিনি লেখেন ডেভিড ওয়ার্নার তাকে উদ্বুদ্ধ করেছিলেন বল টেম্পারিংয়ের জন্য! সেটা অবশ্য একটি প্রথম শ্রেণির ম্যাচে করতে বলেছিলেন ওয়ার্নার। ২০১৭-১৮ অ্যাশেজ জয়ের পর যখন উদযাপন করছিল অস্ট্রেলিয়া দল তখন পাশে ছিলেন ইংলিশ ক্রিকেটাররাও। কুক লেখেন, ‘ডেভিড ওয়ার্নার কয়েকটি বিয়ার নিয়ে উদযাপন করছিল। তখন বলছিলে, একটি প্রথম শ্রেণির ম্যাচে তিনি হাতে যে পট্টি বেঁধেছিলেন সেটাতে এমন কিছু পদার্থ ছিল যেটা দিয়ে বলের আকৃতি দ্রুত পরিবর্তন করা যায়।’
তিনি আরও লেখেন, ‘স্টিভেন স্মিথের দিকে আমি তৎক্ষণাৎ তাকালাম। তিনি বলছিলেন, ওহ! তোমার (ওয়ার্নার) এখানে এসব বলার কি দরকার।’