বরিশাল শহীদ আব্দুর রব স্টেডিয়ামে জনসমুদ্রের ঢেউ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ (২৮’শে অক্টোবর) প্রথমবারের মত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ক্রিকেট স্টেডিয়ামে গড়ালো আন্তর্জাতিক ম্যাচ৷ ২৬’শে অক্টোবর ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাধায় পরিত্যক্ত ঘোষনা করা হয় ৪দিনের টেস্ট ম্যাচের প্রথম দু’দিন। আজ বিকেল ২.৩০ মিনিটে মাঠে গড়ায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ বনাম শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ এম মধ্যকার ম্যাচ৷

দুপুর ২টায় ম্যাচের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ৷ এ সময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক অজিয়র রহমান এবং বিসিবি পরিচালক আলমগীর খান আলো৷

প্রথমবারের মত নিজ জেলায় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ায়, দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পরার মত। দক্ষিণ এবং পূর্ব গ্যালারী ছিলো কানায় কানায় পূর্ণ ।

এর আগে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন সফরকারী শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দল৷ ব্যাটিং এ নেমে দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ১৫৫ রান৷ ওপেনার বিক্রমসিংহে করেন ৪৫ রান এবং ৪৬ রানে অপরাজিত থাকেন সোনাল ডিনুসা। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন আসাদুল্লাহ গালিব৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »