বরিশালের ভাষা শিখবেন তামিম

ডেস্ক রিপোর্ট »

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালে অধিনায়কের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। চট্টগ্রামের ছেলে হওয়ায় বরিশালের আঞ্চলিক ভাষা জানেন না তামিম। প্রথমবারের মতো বরিশালের হয়ে খেলবেন তামিম।

 

আজ এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘বরিশালের ভাষা শেখার চেষ্টা করব। আমি বরিশালের ভাষায় কথা বলতে পারি না।’

 

তিনি আরো বলেন, ‘এটা ভালো যে বরিশাল আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে। দু-তিন মৌসুম তো বিপিএলে ছিল না তারা। দলটির অনেক ভক্ত-সমর্থক আছে। চেষ্টা করব তাদের কিছু আনন্দ উপহার দিতে।

বরিশালের ভাষা শেখার চেষ্টা করব। আমি বরিশালের ভাষায় কথা বলতে পারি না।’

 

এর আগে দল নিয়ে তামিম বলেন ড্রাফটে প্লেয়ার নির্বাচনে বেশ কিছু ভুল করেছে ফরচুন বরিশাল। তাসকিন, আফিফ, ইরফান শুক্কুর, মিরাজ ও রাহী দের নিয়ে দল গঠন করেছে ফরচুন বরিশাল।

 

তাই ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্যে বরিশালের আঞ্চলিক ভাষা শিখতে চেষ্টা করবেন তামিম। দল যেমনই হোক টুর্নামেন্টে ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের বর্তমান এই ওয়ানডে অধিনায়ক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »