নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে প্রধান নির্বাহী থাবাং মোরোকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বোর্ডের সঙ্গে ‘গুরুতর দুর্ব্যবহারের’ অভিযোগে ৯ মাস আগে অর্থাৎ গত ডিসেম্বরে সাময়িক বরখাস্ত করা হয়েছিল থাবাং মোরোকে।
গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্থায়ী বরখাস্তের ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
সিএসএ থেকে জানানো হয়, ‘গুরুতর দুর্ব্যবহারের অভিযোগে অভিযুক্ত জনাব থাবাং মোরো নিজের স্বপক্ষে প্রমাণাদি উপস্থাপনের পর্যাপ্ত সুযোগ পেয়েও তা প্রদানে ব্যার্থ হোন।’
অভিযোগের ভিত্তিতে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ৯ মাস সময় পান মিঃ মোরো। কিন্তু এই দীর্ঘ সময়েও নিজেকে নির্দোষ প্রমাণে ব্যার্থ মোরোকে অবশেষে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়।
এর আগে ডিসেম্বরে একটি স্বাধীন তদন্ত কমিটির তদন্তের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করা হয়েছিল জনাব থাবাং মোরংকে।