বরখাস্ত হবার পর কেমন ছিল রোডসের মনের অবস্থা?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বহু কাঠখড় পুরিয়ে বাংলাদেশ দলের কোচ হয়ে এসেছিলেন ইংলিশ কোচ স্টিভ রোডস। হাথুরুসিংহেকে বিদায় করে দেয়ার পর লম্বা সময় বাংলাদেশ দলের ছিল না কোনো কোচ। গ্যারি কারস্টেনের পরামর্শে নিয়োগ দেয়া হয়েছিল রোডসকে।

মূলত বিশ্বকাপ ইংল্যান্ডের কন্ডিশনে হয়েছিল বলেই সেই কথা মাথায় রেখেই তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি। পূর্বে জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতা ছিল না রোডসের। কাউন্টি দলে কোচের ভূমিকায় ছিলেন জেন্টলম্যান রোডস।

বাংলাদেশ থেকে বরখাস্ত হবার পর রোডসের মানসিকতা কেমন ছিল? কীভাবে দিনই বা পার করতেন তিনি? এসব প্রশ্নের উত্তর জানিয়েছেন স্টিভ রোডসের ছেলে জর্জ রোডস।

দেশের দৈনিক পত্রিকা প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে জর্জ বলেন, ‘বাবা বেশ আনন্দ পাচ্ছিলেন বাংলাদেশে কাজ করে। অসাধারণ সব ক্রিকেটারদের সাথে কাজ করাটাও উপভোগ করছিলেন তিনি। এখানে সম্পূর্ণ বিষয়টিই পেশাদারিত্বের ব্যাপার। এসব ব্যাপার নিয়ে মন্তব্য করা ঠিক নয়। সেখান থেকে আসার পর বাবা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। তবে তিনি পেশাদার, সবকিছু তার হাতে নাও থাকতে পারে এটা জানেন তিনি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »