বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে মুশফিকের ত্রাণ বিতরণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজ জেলা বগুড়ার সারিয়াকান্দি থানার বোহাইল ইউনিয়নের বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসার প্রতিক মুশফিকুর রহিম। আর এই ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করেছে ‘মুশফিকুর রহিম ফাউন্ডেশন’।

জাতীয় দলে যেমন করে ভরসার প্রতিক হয়ে উঠেছেন মুশফিক, তেমনি করে সমাজের দুঃখ দুর্দশাগ্রস্থ মানুষদের ভরসার প্রতিক হয়ে উঠতে মুশফিকুর রহিম গড়েছেন তার স্বপ্নের ফাউন্ডেশন। চিরকাল খেটে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর দায়িত্ববোধ থেকে মুশফিকুর রহিমের এই প্রচেষ্টা। মুশফিক মনে করেন, এই অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো তার দায়িত্ব।

ত্রাণ বিতরণের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের কাজে মুশফিকুর রহিম ফাউন্ডেশনকে সহায়তা করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের একদল সেচ্ছাসেবী। মুশফিকুর রহিম তাদের এই সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »