নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের অন্যতম জনপ্রিয় ও সৌন্দর্যমণ্ডিত এক স্টেডিয়াম হচ্ছে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। ভারত দ্বিতীয় পুরাতন স্টেডিয়াম এই দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। দিল্লির বিখ্যাত সালসতানাতের বিখ্যাত সুলতান ফিরোজ শাহের দুর্গের নামের উপর এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছিলো ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। এই পুরাতন স্টেডিয়ামটির নাম পরিবর্তন হয়ে হতে যাচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম।
অরুণ জেটলি ভারতের সাবেক অর্থমন্ত্রী ছিলেন। গত ২৪শে আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন। আর তিনি ১৯৯৯-২০১৩ সাল অবধি দিল্লি এন্ড ডিসট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি ছিলেন। তার থাকাকালীন সময়ে তিনি এই স্টেডিয়ামের কাঠামো বদলে দেন। এর আসন বাড়ানো, ড্রেসিংরুমের সৌন্দর্য বাড়ানো, মাঠের আধুনিকীকরণের জন্য এই স্টেডিয়াম দর্শকদের কাছে অনেক জনপ্রিয়তা অর্জন করে।
অরুণ জেটলির মৃত্যুর পরই ডিডিসিএ সিদ্ধান্ত নেয় এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করার। তারা মঙ্গলবার এই সিদ্ধান্ত জানায়। আগামী ১২ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হবে। আর এই দিন এই স্টেডিয়ামে বিরাট কোহলির নামে একটি স্ট্যান্ড করা হবে। তবে ১২ই সেপ্টেম্বরের এই আয়োজনটি করা হবে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপি সভাপতি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর।