নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় লিগে রংপুর বিভাগের অধিনায়ক ছিলেন নাসির হোসেন। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন৷ আজ প্রথম স্তরের ম্যাচে রংপুর মুখোমুখি হয় রাজশাহীর। সেই ম্যাচে হঠাৎ রিশাদ হোসেনের ডাক পড়ায় তার বদলি হিসেবে খেলতে নামেন নাসির। আর মোক্ষম সেই সুযোগটাকেই কাজে লাগালেন নাসির। দুর্দান্ত খেলে তুলে নেন ফিফটি৷
রাজশাহী ১ম ইনিংসে ২০১ রানে অলআউট হয়। জবাবে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ৩২ রান তুলে ১ম দিনের খেলা শেষ করে রংপুর। ৪ দিনের ম্যাচে আজ ২য় দিন শেষে রংপুরের সংগ্রহ ৬ উইকেটে ২৩৬। নাসির ফিফটি ( ৫টি চার, ২টি ছক্কা) তুলে নিয়ে অপরাজিত থাকে। আরিফুলের আউটের পর ধীমানকে নিয়ে পুরো দিন শেষ করেন৷ লক্ষ্য হয়তো বড় টার্গেটে নিয়ে যাওয়ার। নাসির -ধীমান জুটি টিকে থাকলে, দুজনে মিলে হয়তো ইনিংসটি তিন শতকের ঘরে বা তারো বেশি এগিয়ে নিয়ে যাবেন।