শোয়েব আক্তার »
অভিষেকের পর থেকেই ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান মার্নাশ লাবুশানে। ২০১৯ সাল শেষ করেছেন ১১ ম্যাচের ১৭ ইনিংসে ১১০৫ রান করে বছরের সেরা ব্যাটসম্যান হয়ে। যেখানে ৩টি শতক ও ৭টি অর্ধ-শতক রয়েছে।
অ্যাসেজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাথায় আঘাত লাগায় স্টিভ স্মিথের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন লাবুশানে। ওই ম্যাচেই সেঞ্চুরি হাঁকানোর পর আর পেছন ফিরে তাকাতে হয় নি। ব্যাট হাতে ধারাবাহিক ভাবে রান করে চলেছেন তিনি।
২০২০ সালে ও নিজেকে আরো ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন লাবুশেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ৩য় টেস্টের ১ম ইনিংসে তুলে নিলেন ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি। ১৬৩ বলে ১ ছয় ও ৮ চারের সাহায্যে শতক পূর্ণ করেন তিনি।
কলিন ডি গ্রান্ড হোমের করা ১৪ তম ওভারের প্রথম বলে জিও বার্নস রস টেইলরের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলে ক্রিজে আসেন লাবুশানে।
সেঞ্চুরি করার পথে স্টিভ স্মিথের সাথে ১৫৬ রানের জুটি গড়েন। স্মিথ ও ক্যারিয়ারের ২৮ তম অর্ধ-শতক তুলে নেন। এ দুজনের ব্যাটে কিইউদের বিপক্ষে বড় সংগ্রহরে পথে অস্ট্রেলিয়া।
শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া তিন উইকেটে ২৭৮ রান সংগ্রহ করেছে এবং মার্নাশ লাবুশানে ২০৫ বল থেকে ১২৮ রান করে অপরাজিত আছেন।