নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বছরটি সাকিব আল হাসান তথা বাংলাদেশ ক্রিকেটের জন্য শোকের হলেও সেই শোকের মাঝেই দীপ জ্বেলে দিয়ে গেছেন সাকিব আল হাসান৷
জুয়ারির প্রস্তাব ফিরিয়ে দিলেও সেটাকে আইসিসির থেকে গোপন করার অভিযোগে সাম্প্রতি নিষিদ্ধ হন সাকিব আল হাসান। তবে সেটি আগে থেকেই জানতেন সাকিব।
বছরের শুরুতেই জানতেন বড় ভুলের মাশুল দিতে হতে পারে তাকে। আর হয়তো সে কারনেই হয়তো বছরটি নিজের করে নেওয়ার পণ করেছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে কমিয়েছেন নিজের ওজন। বাড়িয়েছেন ফিটনেস। ক্রিকেটও তাকে দিয়েছেন দুহাত ভরেই। বিশ্বকাপের অভাবনীয় সাফল্য ছিলো তার ব্যাটে।
চলতি বছরের এখনও পর্যন্ত সর্বনিম্ন ৩টি ওডিআই খেলা ব্যাটসম্যানদের ভিতরে সর্বোচ্চ স্ট্রাইক রেট তার। এ বছর ১১টি ম্যাচ খেলে ৯৩.২৫ গড়ে করেন ৭৪৬ রান।
এ ছাড়া টেস্টে ২৭ গড়ে করেন ৫৫ রান এবং টি২০ তে ৩২ গড়ে করেন ৯৬ রান।
বোলিংয়েও উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ওডিআইতে ১১ ম্যাচে উইকেট নিয়েছেন ১৩টি। এবং টেস্টে ৪টি এবং টি২০ তে ৪ টি উইকেট নিয়েছেন তিনি৷