সানিউজ্জামান সরল »
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। আর মাত্র ৩ দিন পরেই পর্দা উঠবে বিপিএলের ৭ম আসর বঙ্গবন্ধু বিপিএলের। দেশী প্লেয়াররা শুরু করে দিয়েছে অনুশীলন। তবে নেই কোন বিদেশী প্লেয়ার। জানা গেলো, আজ (শনিবার) থেকে বিদেশীরা একে একে আসতে শুরু করবে।
আরো আগেই শেষ হয়েছে প্লেয়ার ড্রাফট। তবে ক্রিকেটার কেনার ট্রেন এখনো চালিয়ে যাচ্ছেন দলগুলো। যে যার যার মতো নিজেদের দলকে ভারী করতে উঠে পড়ে লেগেছে। এরই অংশ হিসেবে আরো একবার যোগ দিল সিলেট থান্ডার।
প্লেয়ার ড্রাফট শেষে সবচেয়ে দুর্বল দল নির্বাচিত হয় সিলেট থান্ডার। এই কলঙ্ক ঘোচাতে ক’দিন আগেই পাকিস্তানি পেসার সামিকে দলে ভিড়িয়েছে তারা। আর এবার তারা নিজেদের দলে যুক্ত করলো ক্যারিবীয় হার্ড হিটার ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারকে।
সদ্য সমাপ্ত হওয়া আবুধাবি টি-টেন লিগে ‘বাংলা টাইগার্সের’ হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন উইকেট রক্ষক এ ব্যাটসম্যান। তাছাড়া ফ্লেচারের এর আগেও বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। এই সবকিছু বিবেচনা করেই ফ্লেচারকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে সিলেট।
জানা গেছে, আজই ঢাকায় পৌঁছাবেন আন্দ্রে ফ্লেচার। আরো জানা গেছে, আজ অনেক বিদেশী ক্রিকেটাররাই দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ঢাকায় পা রাখবেন।