বঙ্গবন্ধু বিপিএলে পাওয়া যাবেনা এবিডি ভিলিয়ার্সকে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন বিপিএলের পর্দা উঠবে আগামী ৬ ডিসেম্বর (সম্ভাব্য)।বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএলের এবারের আসরের নামকরণ করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল নামে।বঙ্গবন্ধু বিপিএল নিয়ে বিসিবি থেকে জানানো হয়েছিল আসন্ন এই আসর খুবই জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করতে যাচ্ছে তারা।উন্নতমানের সম্প্রচারের পাশাপাশি দল গুলোর হয়ে নিয়ে আসা হবে বিশ্বের সব তারকা ক্রিকেটারদের, যাদের উপস্থিতিতে বিপিএল পাবে অন্য রকম এক মাত্রা।ধারনা করা হচ্ছে টি-টুয়েন্টি ক্রিকেটের তারকা ফেরিওয়ালাদের নিয়ে সেরা একটি বিপিএল পেতে যাচ্ছে দেশবাসী।

বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ কাঁপানো ক্রিকেটের ৩৬০ ডিগ্রী খ্যাত সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবিডি ভিলিয়ার্সকে নিয়ে কৌতূহলের কমতি ছিল না সবার মাঝে।ধারনা করা হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া এই মারকাটারি ব্যাটসম্যান এখন নিজের অবসর সময়টায় এবারের আসরেও বিপিএল মাতাতে আসবেন।গত আসর শেষে দেশে ফিরে যাওয়ার সময়ও সংবাদমাধ্যমকে কথা দিয়ে গিয়েছিলেন বিপিএল খেলতে আবার আসবেন তিনি।তবে আসন্ন বিপিএলে ভিলিয়ার্সকে পাচ্ছে না কোন দল।এবারের বিপিএল না খেলে অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টুয়েন্টি আসর বিগ ব্যাশ খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই সাবেক প্রোটিয়া অধিনায়ক।

আসন্ন বিপিএলের ১১ দিন পরেই অর্থাৎ আগামী ১৭ ডিসেম্বর হতে শুরু হবে বিগ ব্যাশের এবারের আসর।
আর এবি ইতিমধ্যে ব্রিসবেন হিটের হয়ে খেলতে নাম লেখিয়েছেন ব্রিসবেন শিবিরে।তাই বীনা সংকোচে এটা বলা যায় যে আসন্ন বিপিএলে এই তারকাকে পাচ্ছে না বিপিএলের কোন ফ্র‍্যাঞ্চাইজি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »