বঙ্গবন্ধু বিপিএলের প্লে অফ সূচি

সানিউজ্জামান সরল »

দেখতে দেখতে শেষ হয়ে গেল, বঙ্গবন্ধু বিপিএলের গ্রুপ পর্ব। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্টস টেবিলের শীর্ষ ৪ দল খেলবে প্লে অফ। দলগুলো যথাক্রমে খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন।

চলতি মাসের ১৩ তারিখে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএলের প্লে অফ পর্ব। এই পর্বের মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে এবারের বিপিএল। কে হবে চ্যাম্পিয়ন? নতুন কোন দলের নাম যুক্ত হবে নাকি পুরোনো দলের মধ্যেই থাকবে ট্রফি, তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।

আগামীকাল (১৩ জানুয়ারি) এলিমিনেটরে দিনের প্রথম ম্যাচে লড়বে ঢাকা প্লাটুন বনাম রাজশাহী রয়্যালস। ১ম কোয়ালিফায়ারে লড়বে শীর্ষ দুই দল খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। এলিমিনেটরে হারা দলের বিপিএল যাত্রার সমাপ্তি ঘটবে ওখানেই। আর এলিমিনেটরে জেতা দল লড়বে কোয়ালিফার ম্যাচে হারা দলের বিপক্ষে ২য় কোয়ালিফায়ারে। ১ম কোয়ালিফায়ার ম্যাচে জেতা দল সরাসরি চলে যাবে ফাইনাল মঞ্চে।

বিপিএলের গত ৬ আসরের সর্বোচ্চ তিনটিতে শিরোপা জয়ী দল ঢাকা, দুইটিতে জিতেছে কুমিল্লা এবং ১টি শিরোপা নিজেদের ঘরে তুলেছে রংপুর। বঙ্গবন্ধু বিপিএলে প্লে অফ নিশ্চিত করা চারদলের মধ্যে ১ টি দল এর আগে শিরোপা জেতার স্বাদ পেয়েছিলো। বাকী ৩ টি দল শিরোপার স্বাদ পায় নি কখনো।

 

যার ফলে বলায় যায়, খুলনা-চট্টগ্রাম-রাজশাহী প্রথমবারের মতো শিরোপা জেতার স্বাদ নিতে চাইবে তারা। তবে ঢাকা ৪র্থ বারের মত শিরোপা স্বাদ গ্রহণ করতে বিন্দুমাত্র ছাড় দিবে না। দেখা যাক, শেষ পর্যন্ত ফাইনালের মহারণ মাতিয়ে কে অর্জন করতে পারে বিপিএলের এই স্পেশাল এডিশনের শিরোপা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »