বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত বিবরণ

সানিউজ্জামান সরল »

বঙ্গবন্ধু বিপিএল মাঠে গড়াবে চলতি মাসের ১১ তারিখ। এর আগে ৮ তারিখ অনুষ্ঠিত হবে বিপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। বেশ কিছু চমক থাকবে এ অনুষ্ঠানে। বিপিএলে এ পর্যন্ত যতোগুলো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, তার মধ্যে এবারের উদ্বোধনী অনুষ্ঠান সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ হবে।

 

এবার আসুন জেনে নিই, উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত কিছু বিষয়ঃ

 

ইভেন্টের উদ্বোধন করবেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইভেন্টের সময়সূচি- তারিখ- ৮ ডিসেম্বর, ২০১৯ (রবিবার, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে)
ইভেন্ট শুরু- বেলা ৪ টা ৩০ মিনিটে
গেট খুলবে- বেলা ২ টা ৩০ মিনিটে
গেট বন্ধ হবে- বেলা ৫ টা ৩০ মিনিটে

এ ইভেন্টে পারফর্ম করতে দেখা যাবে যাদের- সালমান খান
ক্যাটরিনা কাইফ
সনু নিগম
কৈলাস খের
মমতাজ ও জেমস।

টিকিট সংগ্রহ করা যাবে যেখান থেকে- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়াম
গুলশান ২ এর দ্যা ওয়েস্টিন
বনানীর ফাহিম মিউজিক
ও গুলশান ২ এর ক্যাফে ইডেন।

অনলাইনের মাধ্যমেও টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা- www.shohoz.com
www.paypoint.com.bd ও
www.gadgetbangla.com এ।

 

ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য রাখা হয়েছে ৩০০ থেকে ১০০০ টাকা। ৫, ৬ ও ৭ ডিসেম্বর টিকিট বিক্রি করা হবে।

উল্লেখ্য, এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাঠে বসে দেখতে পারবেন মোটে ৮ হাজার জন। এই ৮ হাজারের মধ্যে ৫ হাজার সাধারণ দর্শক মাঠে বসে এ উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে পারবেন।

সূত্র- ক্রিকেট৯৭

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »