নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তক ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএলের ৭ম আসর অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। বিপিএলকে সামনে রেখে এ নিয়ে কিছুদিন হলো শুরু হয়েছে নানান আলোচনা। আইপিএলের মত বিপিএলের দল গুলোও ভাগ চেয়েছে লাভের অংশের আর এসব নিয়ে তাদের সাথে সমঝোতায় আসতে পারেনি বলে নিজস্ব অর্থায়নে বিপিএল আয়োজনের কথা জানান বিসিবি বস নাজমুল হাসান পাপন। তিনি আরও জানান, এবারের বিপিএল আমরা বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আয়োজন করবো।
বিপিএলের ২য় আসর থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়মিত দল যারা গত ৬ টি আসর থেকেই অংশগ্রহণ করে আসছে। এবারের বিপিএলে কোন ফ্রাঞ্চাইজি না থাকায় মালিকানা পাচ্ছেন না কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক নাফিসা কামাল । এবারের বিপিএল নিয়ে আজ গনমাধ্যমে মুখ খুলেন তিনি। প্রথমে বিসিবিকে ধন্যবাদ জানান এবারের বিপিএলটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করার জন্য। তিনি জানান, ‘বঙ্গবন্ধুর জন্মের শত বার্ষিকী নিয়ে বিপিএল আয়োজন করতেছে আমি তো কোন ভাবেই এর বাহিরে থাকতে চাই না বা আমি চাই না আমার দল এত বড় সম্মান ও সুযোগ থেকে বঞ্চিত হোক। আমি আশা করি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিল যেন আমাদের সাথে নিয়ে এই টুর্নামেন্টটা আরও স্বার্থক করে।’
বিসিবিকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানালেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ তিনি বলেন যে, ‘বিপিএল কমিটি যদি আমাদেরকে এই রকম সিদ্ধান্তের কথা জানাতো তাহলে আরও সুন্দর ও স্বার্থক হত বিপিএল। আমরা এতদিন ধরে বিপিএলে ছিলাম তবে এবার থাকতে না পারায় আমরা খুবই আবেগাপ্লুত। এবারের বিপিএলে আমাদের ভিক্টোরিয়ানস পরিবারের কেউ মাঠে যেতে পারবে না এটা সত্যিই কষ্টদায়ক আমাদের জন্য।’