বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর ম্যাচ আয়োজনে ইচ্ছুক ভারত

মমিনুল ইসলাম »

আগামী বছর ( ২০২০) সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পূর্ণ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে উদযাপন করতে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশকে সাথে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের একটি ম্যাচ ভারত আয়োজন করতে চায় বলে বিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিসিআই।

আগামী বছরের ১৮ থেকে ২২ মার্চের মধ্যে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মাঝে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বলে জানিয়েছে বিসিবি। তবে সেই দুই ম্যাচের সাথে আরও একটি ম্যাচ যুক্ত করে তৃতীয় ম্যাচটি গুজরাটের সর্দার প্যাটেল স্টেডিয়ামে আয়োজন করাী কথা ভাবছে ভারত। সর্দার প্যাটেলের আগের ধারণ ক্ষমতা ছিলো ৪৯ হাজার তবে তা সংস্কার করে এখন করা হচ্ছে ১ লক্ষ ১০ হাজার দর্শকের জন্য। সেখানেই তৃতীয় ম্যাচটি আয়োজনের কথা ভাবছে ভারত। তবে যদি মার্চের আগে স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত না হয় তাহলে বাদ যাবে সে ম্যাচটি।

বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের জন্মশতবর্ষের একটি প্রীতি ম্যাচ তারা আয়োজন করতে চায়। যদিও তা এখনো নির্ধারণ হয়নি। তিনি বলেন, ‘ তারা মতেরা ( সর্দার প্যাটেল স্টেডিয়াম) স্টেডিয়ামের প্রস্তাব দিয়েছে এটা সত্যি। তবে এখনো অফিসিয়াল প্রস্তাব আসেনি। ‘

যদি ম্যাচ আয়োজিত হয় তাহলে একই একাদশ খেলবে সেখানে।৷ তিনি বলেন, ‘ এটা এখনো চুড়ান্ত হয়নি । এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে। ঐ সময়ে মাঠ পুরোপুরি প্রস্তুত হলে একই ( বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ) নামে তারা আয়োজন করতে ইচ্ছুক। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »