মারুফ ইসলাম ইফতি »
যার নামে এবারের বিপিএলের আসর সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরন ও শ্রদ্মা জানাতে টুর্নামেন্ট শুরুর দুদিন আগে আজ পুরো ঢাকা প্লাটুন পরিবার ছুটে গিয়েছিল বঙ্গবন্ধুর ধানমন্ডির-৩২ বাড়িতে।
দরজায় কড়া নাড়ছে বিপিএল, আর মাত্র দুদিন।এই মুহুর্তে দলগুলো অনুশীলনে ব্যস্ত সময় পার করছে শেষ সময়ে। আজ অনুশীলনের এই ব্যস্ততম সময়ের এক ফাঁকে পুরো ঢাকা প্লাটুন পরিবার ছুটে গিয়েছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির-৩২ নাম্বার বাড়িতে।বিজয়ের মাসে যার নেতৃত্বে এই বিজয়, ঢাকা প্লাটুন পরিবার সম্মান ও শ্রদ্মা জানাতে ছুটে গিয়েছেন সেখানে।খেলোয়াড়েরা শ্রদ্ধা জানালেন জাতির পিতার প্রতি।ঘুরে ঘুরে দেখলেন সমগ্র বাড়ি আর প্রত্যক্ষ করেন জাতির পিতা ও তাঁর পরিবারের স্মৃতি গুলো। খুব কাছ থেকে ১৫ আগস্টের সেই ভয়াবহ নৃশংসতার নিদর্শন দেখে ঢাকা প্লাটুনের খেলোয়াড়েরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনের শতবার্ষিকী উপলক্ষে বিপিএলের এবারের আসর বঙ্গবন্ধুকে উৎসর্গ করে এবারের আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল নামে।গতকাল জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এবারের বিপিএলের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী ১১ই ডিসেম্বর থেকে শুরু হবে এবারের আসরের মাঠের লড়াই।