সাজিদা জেসমিন »
বিপিএল এ-র এবারের আসর বঙ্গবন্ধুর জন্মের শততম বার্ষিকীকে উপলক্ষ্য রেখে। তাই নামকরণেও রয়েছে এ-র ছোঁয়া। যার আনুষ্ঠানিক উদ্বোধন ও হয়েছে বঙ্গবন্ধু কন্যার হাতেই।
বিপিএল এ-র মঞ্চ মাতাচ্ছেন প্রতিবেশী দেশের জনপ্রিয় একজন শিল্পী সনু নিগাম। এমন সময় আগমন ঘটলো বলিউডের তারকা যুগল সালমান – ক্যাটরিনা। বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে যারা স্টেজ মাতাবেন৷ সন্ধ্যা ৭টায় উদ্বোধনী ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালমান-ক্যাটরিনা এসেই প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাত ৯টায় স্টেজ মাতাবেন কৈলাস খের। সাড়ে ৯টায় স্টেজে উঠবেন বলিউড স্টার ক্যাটরিনা কাইফ। ৩০ মিনিটের পারফর্মেন্সের পর স্টেজে উঠবেন সালমান খান। দুই তারকার জমকালো ডুয়েট পারফরম্যান্সে শেষ হবে বিপিএল এ-র এ-ই পর্বের উদ্বোধনী অনুষ্ঠান।