নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বেন স্টোকস বর্তমান বিশ্বের সেরা পেস বোলিং অলরাউন্ডারের মাঝে অন্যতম একজন। বেন স্টোকসকে বলা হয়ে থাকে ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডার। মাঠের পারফরম্যান্সে সবসময়ই ভক্তদের মন জয় করে নেন তিনি তবে মাঠের বাইরের ব্যবহারের স্টোকসের প্রতি আছে ভিন্ন ভাবনা। মাঝে মাঝেই কোন এক কান্ড ঘটিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এবার নতুন এক গুঞ্জন ছড়িয়েছে ক্রিকেট পাড়ায়।
নিজের বউ ক্লারে স্টোকসকে মারধরের অভিযোগ উঠেছে। এর আগে অবশ্য ২০১৮ সালে নাইট ক্লাবে মারামারি করেও সমালোচনার মুখে পড়েছিলেন। একটা সময় এসে ক্যারিয়ারও বিনাশ হতে যাচ্ছিলো। কোন এক ভাবে রেহায় পেয়ে আবার ও ঘুরে দাঁড়ায় স্টোকস। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন তিনি।
গত ২ অক্টোবর প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বর্ষসেরার পুরষ্কার নিতে গিয়ে সেখানের একটি ছবি প্রকাশ করে গুইদো ফকস নামের একটি ওয়েবসাইট আর তাতেই গুঞ্জন উঠেছে নিজের বউকে মারধর করছেন বেন স্টোকস। ছবিতে দেখা যায় বেন স্টোকস তার স্ত্রীকে গলা চেপে ধরেছেন আর তার স্ত্রী তার কাছে থেকে রক্ষা পেতে চেষ্টা করছে।
এসব দেখার পর অবশ্য ভিন্নমত প্রকাশ করেছেন বেন স্টোকসের স্ত্রী ক্লারে স্টোকস। তিনি বলেন, ‘আমরা নিছকই মজা করতেছিলাম। আমরা সবসময়ই এমন মজা করি।’
এছাড়া তিনি টুইট করেও ঐ ছবি প্রকাশকদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ‘বেকুপ লোক লরা এসব কি বানিয়েছে আমরা তো এই ঘটনার ২০ মিনিট পরই রোমান্টিকতার সাথে ম্যাকডোনাল্ডসে খেতেও গিয়েছিলাম। এটা নিছকই গুঞ্জন।’