ফ্র‍্যাঞ্চাইজিগুলোর পূর্বের চুক্তিরত খেলোয়াড়ও থাকছেন বঙ্গবন্ধু বিপিএলে: বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

‘অধিকাংশ ফ্র‍্যাঞ্চাইজি গুলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য দলে বিদেশী খেলোয়াড় ভেড়ানো শুরু করে দিয়েছিলো। তবে দু’একটি ফ্র‍্যাঞ্চাইজি একই বছর বিপিএলের দুটি আসর আয়োজন করা নিয়ে দ্বিমত পোষণ করলে, ২০১৯-২০ মৌসুমের বিপিএল নিজেদের তত্বাবধানেই আয়োজন করার সিদ্ধান্ত নেয় বিসিবি।’

পূর্বঘোষিত সময় অনুযায়ীই মাঠে গড়াবে বিপিএলের ৭ম আসর। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। নিজেদের তত্ত্বাবধানে পরিচালনা করায়, ক্রিকেটারদের সম্পূর্ণ খরচ বহন করা থেকে শুরু করে কোচ নিয়োগ দেওয়া, সব কিছুর দেখবাল করবে বিসিবি। মোটকথা এবারের বিপিএলে যা কিছু হবে, তা একা সিদ্ধান্ত নিবে বিসিবি।

তবে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে! যে ফ্র‍্যাঞ্চাইজিগুলো বিদেশী খেলোয়াড়দের সাথে চুক্তি করেছিলো, তাদের কি হবে? তবে কি বিদেশী খেলোয়াড়দের সাথে করা সে সকল চুক্তি বিফলে যেতে চলেছে?

এমন সব প্রশ্নের মীমাংসা করেছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। গণমাধ্যম কর্মীদের সাথে আলাপচারিতায় তিনি জানিয়েছেন, ‘ফ্র‍্যাঞ্চাইজিগুলো যে সকল খেলোয়াড়দের সাথে চুক্তি করেছিলো, অবশ্যই আমরা তাদের প্রস্তাব দিবো। তাদের যদি সময় থাকে, তারা বিপিএলে অংশগ্রহণ করতে পারে। গত আসরগুলোর ন্যায় এবারের বিপিএলেও একই নিয়ম বহাল থাকছে, একাদশে খেলতে পারবে সর্বোচ্চ চারজন বিদেশী।’

উল্লেখ্য, নির্ধারিত সময় অনুযায়ী ডিসেম্বরের ৬ তারিখ থেকেই মাঠে গড়াবে বিপিএলের ৭ম আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »