ফেসবুকের সাথে নতুন চুক্তিতে আইসিসি

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় সিংহভাগ দখলে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এবার আইসিসির সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আইসিসির গ্লোবাল ইভেন্টসের এক্সক্লুসিভ কন্টেন্ট স্বত্তাধিকারী হল ফেসবুক। এছাড়া উপমহাদেশের বাইরে দেখা যাবে পোস্ট ম্যাচ রিক্যাপ।

গত বিশ্বকাপের সময় ৪.৬ বিলিয়ন ভিউ পাওয়ার মধ্যে অনেকাংশই এসেছে ফেসবুকের মাধ্যমে তাই এবার আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমেই যোগ দিল ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাথে চুক্তির পর আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি বলেন, ‘খুবই আন০ন্দের সাথে বৈশ্বিক আসরে ফেসবুককে আমরা স্বাগত জানাচ্ছি। ক্রিকেটে এমন মাল্টি ইয়ার ও মাল্টি মার্কেট অংশীদারিত্ব প্রথম। বিশ্বের বেশি খেলা দেখার মধ্যে অন্যতম একটির সাথে বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্মের যুক্ত হওয়াতে ভবিষ্যতের জন্য ভালো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল কন্টেন্ট এবারের বিশ্বকাপে যেভাবে মানুষ দেখেছে সেটা দেখেই ক্রিকেটকে বিশ্বের সাথে আরও যুক্ত করতে আমরা উদ্বুদ্ধ হয়েছি। প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম থেকে আমরা ফেসবুককে বেছে নিয়েছি।’

ফেসবুক ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকেও জানানো হয়েছে এই চুক্তির মাধ্যমে ক্রিকেট ভক্তদের কাছে সহজেই ক্রিকেটকে পৌঁছে দিতে আরবেন তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »