ফের হারের বৃত্তে দক্ষিণ আফ্রিকা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বুধবারের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ভারতীয় ওপেনার রোহির শর্মার সেঞ্চুরিতে ভর করে ১৫ বল হাতে রেখেই জয় পায় তারা।

২২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানে ফিরে যান ওপেনার শিখর ধাওয়ান। থিতু হতে পারেননি অধিনায়ক বিরাট কোহলিও। ব্যক্তিগত ১৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তবে এরপর পুরো ইনিংস কেবলই রোহিতময়। দেখেশুনে ব্যাট চালিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের ২৩ তম সেঞ্চুরি তুলে নেন ১২৮ বলের মোকাবেলায়। মিডল অর্ডারের বাকি ব্যাটসম্যানরা ছোট ছোট সংগ্রহ করলেও রোহিত শর্মা অপরাজিত থাকেন ১৪৪ বলে ১২২ রান করে। ইনিংসের ১৫ বল বাকি থাকতে ভারত জয় নিশ্চিত করে ৬ উইকেটে।

প্রোটিয়াদের হয়ে বল হাতে রাবাদা ২টি, মরিস ১টি ও ফেলোকায়ো নেন ১টি উইকেট।

এর আগে শুরুতে ব্যাট হাতে নামা দুই ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক দুজনেই ছিলেন ব্যর্থ। দলীয় ২৪ রানেই দুই ওপেনার ফিরে গেলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ৫৪ বলে ৩৮ রানের ধীর গতির ইনিংস খেলে যুভেন্দ্র চাহালের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এদিকে মিডল অর্ডারে থাকা ডসেন, মিলারের ছোট সংগ্রহ এবং শেষের দিকে ক্রিস মরিসের ৩৪ বলে ৪২ রানের ক্যামিও এবং কাগিসো রাবাদার ৩৫ বলে ৩১ রানের ইনিংসে ভর করে ইনিংসের শেষ বলে ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ২২৭ রান।

ভারতের হয়ে বল হাতে একাই ৪ উইকেট নেন যুভেন্দ্র চাহাল। এছাড়া বুমরাহ ২টি, ভুবনেশ্বর ২টি এবং কুলদিপ যাদব নেন ১টি করে উইকেট।

উল্লেখ্য, বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে তিনটিতেই পরাজয় বরণ করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »