নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্বিতীয়বারের মতো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন ইনজামাম-উল-হক। হারুন রাশিদের জায়গায় সাবেক এই অধিনায়ককে দায়িত্ব দেয়া হয়েছে।
চার বছর পর গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেটে ফেরানো হয় ইনজামামকে। মিসবাহ-উল-হকের নেতৃত্বে পিসিবি একটি ক্রিকেট টেকনিক্যাল কমিটি গঠন করে। তিন সদস্যের এই কমিটিতে রাখা হয় ইনজামামকে। এরপরই তাকে আবার প্রধান নির্বাকের দায়িত্ব দেয়া হয়।
২০১৬ সালের এপ্রিলে প্রথমবারের মতো পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন ইনজামাম। সে সময়ই ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল। কিন্তু এরপর আর চুক্তি নবায়ন করেননি ইনজামাম।
আগামী ২২ আস্ট থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই জন্য দল ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে ইনজামামের দায়িত্ব। এছাড়াও আসছে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন ইনজামাম।
আরএ/নিউজক্রিকেট২৪