ফের নতুন বিতর্কে স্টিভেন স্মিথ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভেন স্মিথকে নিয়ে বিতর্কের শেষ নেই ক্রিকেট অঙ্গনে। বিতর্ক কিছুতে পিছু ছাড়ছে না তার। আবারো ফের নতুন বিতর্কে স্মিথ। ঘটনা শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩য় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে ধারাভাষ্যকারদের সাথে কথা বলছিলেন স্মিথ। ঘটনা ইনিংসের ১৭তম ওভারে, অধিনায়ক ফিঞ্চ বল তুলে দেন প্যাট কামিন্সের হাতে; যিনি আগের ওভারের শেষ দু’বলে দুই উইকেট শিকার করেন। তাই ১৭তম ওভারের প্রথম বলে হ্যাট্রিকের হাতছানি ছিল প্যাট কামিন্সের সামনে। কিন্তু মাঠে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের তা মনে ছিল না।

ধারাভাষ্যকারের সাথে আলাপকালে স্মিথ জানতে পারে বিষয়টির কথা। তখনই অধিনায়ক ফিঞ্চের সাথে কথা বলে পরিবর্তন আনেন ফিল্ডিংয়ে। ঐ বলের জন্য আনেন স্লিপ। যদিও হ্যাট্রিকের সুযোগ কাজে লাগাতে পারেনি কামিন্স। তবে ক্রিকেট অঙ্গনে অনেকেই ঘটনাটা দেখছেন অনৈতিকতা হিসেবে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »