ফুটবল ক্লাবের মনোবিদ নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২০১৯ সালে বিশ্বকাপ জিতলেও ২০২৩ এ চরম ব্যর্থ ছিলো টিম ইংল্যান্ড। ২৩ এর ব্যর্থতা ভুলে আসন্ন টি২০ বিশ্বকাপে মনোবিদ নিয়ে যাবে ইংলিশরা। অধিনায়ক জস বাটলারের চাওয়াতেই মনোবিদ হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন ফুটবল ক্লাব মেনচেস্টার সিটির মনোবিদ ডেভিড ইয়ং। অবশ্য এর আগেও ক্রিকেট দলের সাথে কাজ করেছেন তিনি।

ডেভিড ইয়ং ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দলের সাথে মনোবিদ হিসেবে কাজ করেছেন। এই সময়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংলিশরা। তারপর ম্যানচেস্টার সিটির সাথে যুক্ত হন। ইয়ংয়ের অধীনে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি।

ক্লাব ফুটবলে ব্যস্ততা না থাকায় আবারো ক্রিকেটের সাথে যুক্ত হয়েছেন তিনি। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজেও কাজ করবেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »