ফিল্ডিংয়ের দিকে বাড়তি নজর বিসিবির

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

কথায় বলে ক্যাচ মিস তো ম্যাচ মিস। কখনও কখনও একটি বাজে ফিল্ডিং যেমন দায়ী থাকে ম্যাচ হারার জন্য তেমনি একটি ভালো ফিল্ডিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বড় দলগুলো বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের দিকে তাই সমান মনোযোগ দিয়ে থাকে।

বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে ফিল্ডিংয়ের কারণে হারতে হয়েছে ম্যাচ। তাও একতি নয় একাধিক ম্যাচ। সরাসরি ফিল্ডিংকে দায়ি না করা গেলেও মিস ফিল্ডিং যে টাইগারদের হারের অন্যতম কারন হিসেবে দাড় করানো যায় সেটা আর বলার অপেক্ষা রাখে না।

তবে এবার ফিল্ডিং নিয়ে বিসিবি নিতে যাচ্ছে বাড়তি সতর্কতা। সেক্ষেত্রে দলে সুযোগ পেতে হলেও ভালো ফিল্ডিং করতে হবে বলে জানান বিসিবি বস নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘ভালো ব্যাটিং-বোলিং না করলে হয়তো আমরা বাদ দিয়ে থাকি। ফিল্ডিংয়ের ক্ষেত্রে সেটা করা হয় না। বোর্ড সভায় আলোচনা করেছি এখন থেকে ভালো ফিল্ডিং করতে না পারলে দলে জায়গা হবে না। তাই ফিল্ডিংটাও ভালো করতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »