ফিরলেন সাকিবও, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। টস হেরে ব্যাট প্রথমে ব্যাট করতে নেমে রায়ান বার্লের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৪৫ রানের লক্ষ্য বেধে দেয় জিম্বাবুয়ে।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ফিরে যান লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে টেন্ডাই চাতারার বলে ব্যক্তিগত ১৯ রান করে সাজঘরে ফিরেন লিটন। পরের ওভারে ফিরে যান ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সৌম্য সরকার। ৭ বলে মাত্র ৪ রান করেই কাইল জার্ভিসের বলে ফিরেন সৌম্য। সুবিধা করতে পারেননি মুশফিকও খালি হাতেই ফিরে যান মুশি। ব্যক্তিগত ১ রানে ফিরেন সাকিবও।

শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ৪ ওভার ৩ বলে শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান। ক্রিজে অপরাজিত আছেন সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »