ফিটনেস-স্কিল সবমিলিয়ে আমি পুরো প্রস্তুত : আশরাফুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি মাসেই বসতে যাচ্ছে দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আর এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

গত বছর থেকেই কঠোর পরিশ্রম শুরু করেন আশরাফুল। প্রায় ১৩ কেজি ওজন কমিয়েছেন শরীর থেকে। এ বছরে কোভিড-১৯ এর জন্য কয়েক মাস সবকিছু বন্ধ থাকলেও জুলাই থেকে আবার অনুশীলনে ফিরেছিলেন আশরাফুল। নিজ উদ্যোগে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। সাথে রেখেছিলেন কোচ সারোয়ার ইমরানকে।

ফেসবুক লাইভের এক বিশেষ আয়োজনে আশরাফুল বলেন, “কুরবানি ঈদের আগে থেকেই অনুশীলন শুরু করেছিলাম প্রিমিয়ার লিগ আয়োজন হতে পারে শুনে। তারপর প্রেসিডেন্ট কাপ হলো কিন্তু সুযোগ হলো না। এবার মিনিস্টার রাজশাহীতে সুযোগ পেলাম। গত দুই-তিন ধরেই চেষ্টা করে যাচ্ছিলাম যেন যখন খেলা শুরু হবে আমি একদম প্রস্তুত থাকি। সুযোগটা কাজে লাগাতে পারি। এইজন্য গত আড়াই মাস ধরেই স্কিল, ফিটনেস ট্রেনিং করেছি। আমার মনে হয়েছিল অনুশীলনের সময় একজন কোচ থাকলে ভালো হবে, আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারবেন। এইসময়টা সারোয়ার ইমরান স্যার আমাকে অনেক সহায়তা করেছেন।’’

এছাড়া আশারাফুল আরো বলেন, “এক দেড়মাস অনুশীলনের পরে ম্যাচ খেলার প্রয়োজনীয়তা দেখলাম। প্রথমে শ্যামলী মাঠে ম্যাচ খেললাম। তারপর কেরানিগঞ্জে একটা স্টেডিয়ামে খেললাম। ওটাই ভালো মনে হলো, একদম উপযুক্ত মাঠ। ২টা তিন দিনের ম্যাচ ও ১০-১২টা টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচ খেলেছি। ফিটনেস, স্কিল সব মিলিয়ে এখন আমি পুরো প্রস্তুত।’’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহী দলে খেলা সম্পর্কেও তিনি জানান, “২০ তারিখে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে হয়তো ২১ তারিখে আমরা দলের সাথে হোটেলে যোগ দিব। ২৪ তারিখ থেকেই তো আমাদের খেলা শুরু।”

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »