নিউজ ডেস্ক »
খুব সকালেই ক্রিকেটারদের একটা দলকে দেখা গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে। সেখানে জাতীয় দলের ট্রেনার নিক লি এসব ক্রিকপটারদের ফিটনেসের ‘ইয়ো ইয়ো’ টেস্ট নিয়েছেন। এরপর দুপুরে ক্রিকেটারদের আরো একটি দল ইনডোরে একই পরীক্ষা দিয়েছেন। সব মিলিয়ে প্রায় ২১-২২ জন ক্রিকেটার আজ এ টেস্টে অংশ নেন।
আজকের ফিটনেস টেস্টের জন্য ইয়ো ইয়ো স্কোরের মানদণ্ড ধরা হয়েছিল ১৮.৬। জানা গেছে, ফিটনেসের এই টেস্টে সর্বোচ্চ ১৯.৫ স্কোর উঠেছে এবং সেটা বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তের। কিছুটা কম ১৯.৩ পেয়েছেন সিলেটের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এর বাইরে বাকি ক্রিকেটাররাও খুব একটা খারাপ করেননি। জানা যায়, বেশির ভাগ ক্রিকেটারই নাকি ১৭ থেকে ১৮-এর মতো পেয়েছেন।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্রিকেটাররা কোন অবস্থায় আছেন তা দেখতেই মূলত এই ফিটনেস টেস্ট। এ টেস্টে উতরাতে না পারলেও দুশ্চিন্তার কিছু নেই ক্রিকেটারদের।
দুই দফা ফিটনেস টেস্টের পর আজ বৃহস্পতিবার ট্রেনার নিক লি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি জানান, ‘সবার (টেস্টের) পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল, যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা চোটে ছিল বা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল। তবে সব মিলিয়ে কেউই কম গতিতে ছিল না। সবাই মোটামুটি একই ব্রাকেটে ছিল।’
এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ৩২ জনের স্কোয়াড নিয়ে একটি ক্যাম্প করেছে বিসিবি। এই ৩২ জন থেকেই ২০-২১ জনের একটি মূল স্কোয়াড ঘোষণা করা হবে এশিয়া কাপের জন্য।