নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেকদিন থেকেই প্রশ্ন উঠছিলো ঘরোয়া ক্রিকেটের মান এবং ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। নতুন কোচ রাসেল ডামিঙ্গোতো বলেই দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের থেকে সাউথ আফ্রিকা – এ দলের ক্রিকেটারদের ফিটনেস ভালো। এই অপবাদ ঘুচাতেই অনেকটা আটঘাট বেধেই নেমেছে বিসিবি। আসন্ন এনসিএল এর মাঠ, জাতীয় দলের খেলোয়াড়দের খেলা বাধ্যতামূলক করার সাথে সাথে ফিটনেসের দিকেও নজর দিয়েছে বিসিবি।
কিছুদিন আগে জানানো হয় বিপ টেস্টে ১১ স্কোর না হলে খেলতে পারবেনা ঘরোয়া লীগ। যা আগে ছিলো মাত্র ৯.। এ নিয়ে ক্রিকেট পাড়ায় গুঞ্জনেরও অন্ত নেই। কেও এটাকে নিচ্ছেন ইতিবাচক হিসেবে আবার কেউ কেউ নেতিবাচক।
অনেকেতো দুষছেন পর্যাপ্ত ট্রেনিং এর সুযোগ না থাকা নিয়ে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ হয়েছে ঘরোয়া ক্রিকেটারদের একাংশের ফিটনেস টেস্ট। আর এতেই কপাল পুড়ছে আশরাফুল, নাসির, আরাফাত সানিদের। বিপ টেস্টে আশরাফুলের স্কোর ৯.৭, নাসির হোসেনের স্কোর ৯.৭, আরাফাত সানির স্কোর ১০.৯। বিপ টেস্টে ফেল করা অপর ক্রিকেটাররা হলেন ইলিয়াস সানি (১০), নাদিফ চৌধুরি (১০.৪)। বিপ টেস্ট উতরাতে পারেনি আব্দুর রাজ্জাকও। বিপ টেস্ট তার স্কোর মাত্র ৯.৬।
তবে বিপ টেস্টে ভালো করেছেন ঘরোয়া ক্রিকেটের অনেক ক্রিকেটারররাই। বিপ টেস্ট পার করা ক্রিকোররা হলেন জুনায়েদ সিদ্দিকি ১১.২, মিজানুর রহমান ১১.৬।
এ ছাড়াও পাশ করেছেন আবু হায়দার রনি ও নাজমুল হোসেন অপু (১১.১) শাকিল আহমেদ (১২.৬), মানিক হোসেন (১২.৮), জাহিদুজ্জামান (১২.৯), সৈকত আলী ও মার্শাল আইয়ুব (১১.৪), শুভাগত হোম (১১), শামসুর রহমান শুভ এবং আল আমিন(১১.৩), জুবায়ের হোসেন লিখন (১১.২),শাহরিয়ার নাফিস (১১.২),
জাতীয় দল বা এর আশেপাশে থাকা ক্রিকেটারদের থেকে নিয়মিত ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের ফিটনেস ভালো দেখা যাচ্ছে। আর এতে আশরাফুলের ট্রেনিং সমস্যার কথাটা পুরো ভুল প্রমানিতো হলো।