ফিক্সিংয়ের ঘটনায় সবচেয়ে বেশি জড়িত থাকে ভারতঃ আইসিসি

নিউজ ডেস্ক »

ফিক্সিং বা পাতানো ক্রিকেটের কালো এক অধ্যায়। পাতানো ম্যাচ মানে যে ম্যাচের বা খেলার ফলাফল আগে থেকেই সাজিয়ে রাখা হয়। পাতানো ম্যাচ দিয়ে কামিয়ে নেয়া হয় হাজার হাজার কোটি টাকা। জুয়াড়িরা খেলোয়াড়দের পয়সা দিয়ে নিজেদের করে নেয়। আর খেলোয়াড়রা মোটা অংকের অর্থ দেখে তাদের কথা মত চলে। করে ফেলেন ম্যাচ ফিক্সিং কিংবা স্পট ফিক্সিং। আর এই বেশিরভাগ ম্যাচ পাতানোর সাথে জড়িত আছে ভারত, জানিয়েছে আইসিসি।

ভারতে ফিক্সিং নতুন কিছু না। সে দেশে হাজার হাজার মানুষ জুয়া খেলে ক্রিকেটকে নিয়ে। ভারতের বড় বড় মাফিয়ারা জড়িত এই ফিক্সিং এর ব্যাপারে৷ ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ম্যাচ পাতানোর প্রামাণ মেলে। ফলে নিষিদ্ধ হতে হয় শ্রীশান্ত সহ আরো ক্রিকেটারদের। মাহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংসও জড়িত ছিলো ফিক্সিংয়ে। তবে সবাই মনে করেছিল সে ঘটনা গুলোর পরে ভারতে ফিক্সিং ইস্যু কমে জানে। কিন্তু এখন উল্টো। যত ম্যাচ পাতানো হয় এখন,তার বেশিরভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট থাকে ভারত। আর এমনই এক তথ্য জানিয়েছে আইসিসির দুর্নীতি-বিরোধী বিভাগ।

ক্রীড়া আইন ও নীতিসংক্রান্ত এক ক্লাসে আজ আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ) এর তদন্ত সমন্বয়ক স্টিভ রিচার্ডসন এই তথ্য গুলো তুলে ধরেন। ভারতীয় জুয়াড়িদের নিশানা এখন ভারতের নিচু সারির ক্রিকেটের দিকে। স্টিভ রিচার্ডসন বলেন, ‘আমরা বর্তমানে ম্যাচ পাতানো নিয়ে যে ৫০টি ঘটনা তদন্ত করছি তার বেশিরভাগই ভারত সংশ্লিষ্ট।’

তিনি আরো জানান, তার কাছে এমন ৮ জনের নাম আছে যারা নিয়মিত ম্যাচ ফিক্সিং করে থাকেন। তিনি খেলোয়াড়দেরকে চেইনের শেষ যোগসূত্র বলে আরো বলেন, ‘খেলোয়াড়রা এই চেইনের শেষ অংশ। যারা খেলোয়াড়দের টাকা দিচ্ছেন তারা ক্রিকেটের বাইরের। আমি ভারতীয় অপরাধ দমন সংস্থাকে এমন ৭-৮ জনের নাম দিতে পারি যারা খেলোয়াড়দের বিপথে নিয়ে যাচ্ছে।’

তবে এসিইউ আরো বলেছে এসব বলে লাভ হবেনা কারণ ভারতে এসব বড় অপরাধ হিসেবে গণনা হয়না। তারা বলছে, যতদিন ভারতে এটা ফৌজদারি আইনে অপরাধ বলে ঘোষণা হবেনা ততদিন এটা কাটবেনা।

রিচার্ডসন শ্রীলঙ্কার উদাহরণ দেখিয়ে বলেন, ‘শ্রীলঙ্কা প্রথম দেশ হিসেবে ম্যাচ পাতানোর উপর আইন এনেছে। এ কারণে শ্রীলঙ্কার ক্রিকেট এখন আগের চেয়ে বেশি সুরক্ষিত। কিন্তু ভারতে এমন কোনো নিয়ম নেই, যার ফলে এই অপরাধ দমন করা কঠিন’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »