ফাহিমের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বোর্ডের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব নাজমুল আবেদীন ফাহিম। তবে তাঁর এমন সিদ্ধান্তের পর সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে বোর্ড থেকে। এ মাসের শুরুর দিকে ক্রিকেট বোর্ডকে নিজের পদত্যাগের কথা জানান নাজমুল আবেদীন ফাহিম। তিনি ক্রিকেট বিশ্লেষক ও কোচ বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের হয়ে কাজ করতেন। সেই সাথে বাংলাদেশ জাতীয় মহিলা দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন সাবেক এই অভিজ্ঞ কোচ। এছাড়াও বিভিন্ন পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা আছে সাবেক এই কোচের।

তাঁর এমন সিদ্ধান্তের পর চারিদিকে শুরু হয়ে গেছে তুমুল আলোচনা কেন তিনি এভাবে পদত্যাগ করলেন। তবে শোনা যাচ্ছিলো, তিনি খুবই স্পষ্টভাষী ছিলেন তাই হয়তো বোর্ডের কোন কর্মকর্তার সাথে মনোমালিন্য হয়েছে। তিনি তাঁর যোগ্যতা অনুযায়ী সম্মান পেতেন না এমনটিও শোনা যাচ্ছে। তবে বোর্ড নিজেরা জানিয়েছেন ফাহিমের এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে।

ফাহিমকে যে ভাবেই হোক বোর্ডে ফেরাতে চায় বোর্ড কর্তারা। এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ” ফাহিম ভাই তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বোর্ডের ও কিছু প্রতিক্রিয়া আছে। আমাদের তরফ থেকে তাকে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। প্রধান নির্বাহী হিসেবে আমিও তাকে বলেছি। তাঁর মত অভিজ্ঞ একজনকে রেখে দিতে আমাদের চেষ্টা থাকবেই তবে এখানে তাঁরও আগ্রহ থাকতে হবে। সবারই ব্যক্তিগত চাওয়া থাকে। তিনি হয়তো এটা সেভাবে চিন্তা করছেন না”।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »