https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ত্রিদেশীয় সিরিজের আইনাল ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায়। তবে বেরসিক বৃষ্টি সেটা আর হতে দেয়নি। সারাদিনই থেমে থেমে হতে থাকা বৃষ্টির কবলে পড়ে টস পর্যন্ত দেয়া হয়নি ফাইনাল ম্যাচের।
গ্রুপ পর্বে দুই দুলই ফাইনাল নিশ্চিত করে ছিটকে দিয়েছিল জিম্বাবুয়েকে। ট্রফি নিজেদের ঘরে তুলতে চেয়েছিল বাংলাদেশ এবং আফগানিস্তান উভয় দলই। কিন্তু শেষ পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে ম্যাচটি বাতিল বলে ঘোষণা করা হয়।
ফাইনাল ম্যাচে দর্শকরা পকেটের পয়সা খরচ করেও ম্যাচ উপভোগ করতে পারেননি। উল্টো মাঠে থেকে কাক ভেজা হয়ে খালি হাতে ফিরেছেন বাড়িতে। দর্শকদের উদ্দেশে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘দর্শক সমাগম আজকে অসাধারণ ছিল। ম্যাচটা মাঠে গড়ানোর রেজাল্ট আসলেই বরং আমরা খুশি হতাম। কিন্তু বৃষ্টি বা আবহাওয়ার উপর তো আমাদের কিছু করার নেই। ছেলেরা দারুণ খেলার পর রেজাল্ট না আসাটা দুর্ভাগ্যজনক ছিল।’