নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ বঙ্গবন্ধু বিপিএলের ২য় কোয়ালিফায়ার ম্যাচ। এ ম্যাচে জয় পেলেই ফাইনালের টিকিট পাবে, এমন সমীকরণ মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। এ ম্যাচেই টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রয়্যালস।
১ম কোয়ালিফায়ার জিতে নিয়ে আগেই চলতি আসরের ফাইনালে পৌঁছে গেছে হট ফেবারিট খুলনা টাইগার্স। ফলে, ২য় কোয়ালিফায়ার অর্থাৎ আজকের এ ম্যাচে যে দল জয় পাবে, সেই দলটার ফাইনালে প্রতিপক্ষ খুলনা।
এলিমিনেটর ম্যাচে ঢাকা প্লাটুনকে হারিয়ে ২য় কোয়ালিফাইয়ে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপরীতে ১ম কোয়ালিফায়ার ম্যাচে খুলনার বিপক্ষে হেরে ২য় কোয়ালিফায়ার খেলবে রাজশাহী। ফলে বলায় যায়, এ ম্যাচে মানুষিকভাবে পিছিয়ে থাকবে লিটন-আফিফদের রাজশাহী।
দুই দলের একাদশ
চট্টগ্রাম একাদশঃ ক্রিস গেইল, ইমরুল কায়েস, জিয়াউর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান, আসলে গুনারত্নে, রায়ান এমরিট, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও মেহেদী হাসান রানা।
রাজশাহী একাদশঃ লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল, মোহাম্মদ নাওয়াজ, অলক কাপালি, ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ ইরফান ও আবু জায়েদ রাহি।